জানালার পাশে দাঁড়িয়ে
কল্পনাতে শুধু তোমাকেই আঁকা।
ডাইরির প্রতিটি পাতায়
তোমায় ভেবে লেখা কত শত কাব্য।
মৃদু বাতাসে সন্দেহের অবকাশ
ভাজে মোড়ানো ডাইরির পাতায় অনুভূতির বর্বরতা।
তোমার দেওয়া সেই
চিঠিটায় শুন্যতা গুলোর চলাচল।
দুজন দুজনকে না বুঝতে পাড়ার
ভুল গুলো দুজনেই বুঝতে শিখেছি।
কেলেণ্ডারের কিছু পাতা আর ঘড়ির তিনটে কাটা
এখন রেখেছে তোমাকে আমাকে অধিকার বঞ্চিত করে।