শান্তি চাই, দিতে হবে!
তোমার নামে আমার বুকে
নিয়ম করে অবরোধ হয়, আগুন জ্বলে!
রোজ সকালে চুপটি করে
হাহাকারের ঐকতানে
বিচার চাইবো চোখের ভাষায়।
শান্তি চাই দিতে হবে!
এভাবে, স্বভাবে -অবহেলায়
ক্লান্তি নামে শহরজুড়ে স্নিগ্ধতারায়-
বিচার চাইবো মুক্তি রুখে
প্রণয়হীনার বক্ষ জোড়ে
নিশ্বাসে, বিশ্বাসে, লোমকূপে, শিরায়-উপশিরায়।