দুঃখ দুকূল, অশ্রু সজল চোখ
কাব্য নীলিমায় হৃদয় ব্যথাতুর
ছায়া নীড়ে দীর্ঘশ্বাস, অপ্রাপ্তির রেশ
ঝঞ্ঝাট ঘুচাতে আজ নাই ক্লেশ
ত্যক্ত, তিক্ত যত ভাণ্ডার
এ বুঝি মিছে আশ্বাস?
একচোখা সুখ নিষ্প্রয়োজন
চিত্ত বৃত্তের বাহিরে এই আয়োজন?
নয়না, এতটুকুও দুঃখ অশেষ প্রাপ্তি
তোমার ব্যস্থ পথের বাঁকে, খুঁজি কাঠ বেলি।