চোঁখে এক বর্ষা বৃষ্টি
মেঘের পালক উড়াও ভ্রূযুগলে
ময়না, স্নিগ্ধ শ্রাবণে আলতা পায়ে
ভীষণ করে কাঁদতে পারো-
কাঁদতে পারো অসময়ে নিয়ম করে-
আত্মবোধের মর্মছুয়ে বাঁচতে পারো
তোমার সিঁথি ছুয়ে থাক আমার সারল্যতা
মৃত্যুপুরীর পরে তোমাতে বিষাদ মাখা।
বিষাদময় স্মৃতিঘেরা তোমার চলা
কেউ ঝরে, কেউ লড়ে; যেমন প্রথা!