সোনা মাখা স্বপন মোর
ধুয়ে মুছে যায় আষাঢ়ে বর্ষণ
হাওয়া বদল হয় অযাচিত প্রার্থনায়।
বিরহ মালা রচি কালেভদ্রে
স্বপন মোর ফুটন্ত কলি
ভোর হয়না আর- এ কলির
ভোর হয়না আর -বিভোর স্বপনে।
বিরহে বেদনায় বিশ্বাসে
ক্ষণে ক্ষণে গড়ে জীবন কাব্য!
আমি আমার -তুচ্ছকে গড়ি গুচ্ছ।
অজস্র নিশ্বাস-ক্ষতের মিশেলে
কিংবা প্রাণের ছোঁয়ায় গড়া পদাবলি
স্পন্দন জোড়ায় আকাশে-
করুণ হৃদয় যার বনবাসী...