শুয়ে পড়ো,
চিৎ হয়ে, কাৎ হয়ে, উপুড় হয়ে
যেমনটা চাও, শুয়ে পড়ে
পশম মাখা বুকের উপড় মাথা রেখে.....
শুয়ে পড়ো।
বেঁচে থাকো নিশ্বাসের মালায়
গভীর গাঢ়ো নিশ্বাস ফেলো বুকে
শীতের তীব্রতায় উষ্ণতা পাক এবুক
জড়াও নিশ্বাসে, নিশ্বাসে, বিশ্বাসে।
গভীর রাত্তিরে করো অভিমান
দাবি তুলো কাছে পাওয়ার আহ্বান
কিংবা একপ্রাণ মিশে যাওয়ার কথায়
দুপুর রাত্তির, নাকি প্রণয় রাত্তির?
এরপরও, আলোর খেয়ালে বেখেয়ালে
দিব্যি চলি মোরা
আদিম পাশবিক জৈবিক চাওয়ায়
ভালোবাসি বুক ভরা মিথ্যাচারে
খাবলে দেই বুক, ক্ষত রাখি নিষ্টুরতার।