আমাকে ভুল বুঝার মতো মানুষ অনেক-ই আছে।
আমাকে আমার মতো করে বুঝার মানুষ একজনাও নাই।
আমি অন্যকে যেভাবে, যে চোখে দেখি
আমাকে অন্যজন যে তেমন করে দেখেনা
আমি মানুষকে যতটা আপন করে কাছে টানি
আমি সে-রকম প্রাপ্য টুকু যে পাইনা
আমি যতটা গুরুত্ব দেই
ততটা ফিরে পাইনা
আমি যতটা দীর্ঘশ্বাস পোষে রাখি বুকের ভিতর- যতটুকু কষ্ট ছাড়ি নিশ্বাসে
ততটুকু দীর্ঘশ্বাস কেউ পোষেনি কখনো, ততটুকু কষ্ট কেউ পায়নি কখনো
আমি আমাকে যতটুকু জানলাম
আমাকে কেউ ততটুকু জানতে চায়নি
আমি যার চোখে বিশ্বাসের প্রতিচ্ছবি খোঁজে পাই
সেতো আমার দু'চোখে বিশ্বাস অবিশ্বাস কিছুই খোজেনি!
আমি যতটুকু কল্পনা করি
ততটুকু আর কে ভাবতে জানে?