উপদেশ
এমরান হোসেন
চরিত্রকে সুন্দর করে
স্বভাব কর মধুর
কোমল ভাষায় কথা বল
কেউ রবেনা দূর।
ন্যায় বিচার করতে শেখো
অন্যায় করা নয়
সবার মাঝে থেকে কর
সবারই মন জয়।
আপনজনদের কভু তুমি
করনা অবহেলা
শত কষ্টে তারাই তোমায়
সুখ দিবে যে মেলা।
আত্মীয়তার সম্পর্কটা
ছিন্ন করনা কভু
কষ্ট পেলেও ছবুর কর
রাগ করনা তবু।
বিতর্কে জড়াইওনা কভু
মূর্খ্য লোকদের সাথে
যতই বল জ্ঞ্যানের কথা
লাভ হবেনা তাতে।
লজ্জা হল সম্পদ তোমার
অংশ যে ঈমাণের
লাজ-লজ্জা থাকলে মনে
কম হবেনা সম্মানের।
সাজ-সজ্জা না করে
সুন্নাহ মেনে চল
গল্প-গুজব না করে
দ্বীনের কথা বল।
সত্যবাদীর জীবন যাবে
কথা তবু নড়েনা
প্রতিশ্রুতি পূরণকারী
বিপদে কভু পড়েনা।
সৎ পথেতে থেকো সদা
অসৎ পথে নয়
পাপ হতে দূরে থেকো
আল্লাহকে কর ভয়।