ক্লান্ত শরীর নিয়ে কতটা পথ আমি
নির্ঘুম নিরালায় দিয়েছি পাড়ি
নিশিথে রাস্তায় কত গেঁজেল দেখেছি
খ্যাতিমান, ক্ষুৎপীড়িতদেরও পেয়েছি
কত পাগলের তাড়াও খেয়েছি!
তবুও থেমে থাকিনি আমি
সত্যের সন্ধানে এখান থেকে ওখানে
এখনও পাগলের মত ছুটে চলি।
মাঝে মধ্যে নিজেকে অগত্যা মনে হয়
যখন বেশ ক্লান্তি আসে দেহে
তবুও এই একাহারী, জিজ্ঞাসু মন
নিয়ে ছুটে চলি সত্যের সন্ধানে।
চলার পথে কত মায়াকান্না শুনেছি
শুনেছি মাজলুমানের কত হাহাকার
কত পাহাড় বেঁয়ে পেয়েছি পথ
কত সাগর নদী করেছি একাকার
তবুও পারিনি আজও গন্তব্যে পৌছাতে।
কি এক শুণ্যতা ঘিরে আছে চারদিকে
জানিনা গন্তব্য আর কত দূর
স্বপ্নের সিঁড়ি বেয়ে পারবো কি যেতে
সত্যের সন্ধানে, সত্যসন্ধানীদের ভীড়ে।