#অন্যরকম-২#
-এমরান হোসেন

ইশারা-ইঙিত বেশ  বুঝিনা
     নিন্দুকের মত দোষ খুজিনা।
শত ব্যথায় খুব কাঁদিনা
     সুযোগ পেলে কম হাসিনা ।
রাত্রে আমি বেশ জাগিনা
      রাগলে কিন্তু কম রাগিনা।
ফল কি হবে চিন্তা করে
      কাজ করি তাই বিনা ডরে।

রংটা আমার যেমন হোক
     দেখবে সেটা তোমার চোখ।
হরহামেশা সাজিনা আমি
     সাজটা থাকুক  যতই দামী।
মানবতা বেশ বুঝি তাই
      কষ্ট সহেও সুখ যে বিলাই।
নজর কাঁড়ার অভ্যাস নাই
     নিজের মত চলতে চাই।

পরের মন্দ চাইনা কভু
     নিজের মন্দ হলেও তবু।
লিখব আর কতই আমি
      আমার লিখা নয়ত দামী।