#বালাকুটের দীপ#
---এমরান হোসেন
ভ্রান্তির আধাঁরে আচ্ছাদিত ভারতের জমিনে
নবীজীর নূরের মশাল হাতে লয়ে
দ্বীনের ঝান্ডা উড়াতে মহাবীর খালিদের বেশে
জ্বলে উঠেছিলেন যিনি নির্ভয়ে।
বালাকুট প্রান্তরে সে দীপ নিভে গেলেও
আজও তাঁর বিচ্ছুরিত আলো জ্বলছে
তাঁর ত্যাগ মহিমার শিক্ষা নিয়ে আজও
গোঠা বিশ্বে আযাদী আন্দোলন চলছে।
ইতিহাস সাক্ষী এই শহীদের জ্বালানো দীপ
যারাই চেয়েছে চিরতরে নিভাতে
নিভেনি বরং বেড়েছে আরো শতগুন করে
ছড়িয়েছে আজ গোঠা দুনিয়াতে।
আজও যারা এই দীপ নিভাতে ব্যস্ত আছে
চেষ্টা করে যাচ্ছে যারা প্রাণপণ
কেউ নিভাতে এসে জ্বলে পুড়ে ছাই হচ্ছে
কারও আধাঁর দিল হচ্ছে রওশন।
প্রতিদান সম্মানের বৃথা আশা না করিয়া
তিনি নিঃস্বার্থ জনদরদী ছিলেন
স্বামী-সন্তানহারা কত জননীর আশ্রয়স্থল
কত এতিমের যে আশ্রয় দিলেন।
অতি অল্প সময়েই আফগান থেকে আসাম
আধ্যাত্মিক রাজ্য কায়েম করলেন যিনি
শুধু ভারতবর্ষে পরিচিতি ছিলনা তাঁর
বৃটিশ সিংহেরও টনক নড়িয়েছেন তিনি।
রচনাঃ ১৪-১০-২০১৮ ঈসায়ী।