ট্রিয়োলেট-০১
তোমাদের কথা শুনে হাসি
আমার নিজেস্ব হাসি নেই
অতলান্ত কষ্ট স্রোতে ভাসি
তোমাদের কথা শুনে হাসি।
জ্বালামুখি বক্তব্যের ত্রাসি
ত্রস্ত বুক ত্রাহি ত্রাহি যেই
তোমাদের কথা শুনে হাসি
আমার নিজেস্ব হাসি নেই।
০২/০১/২০১৫ ইং
________________________________
ট্রিয়োলেট-০২
জ্বালামুখি বক্তব্য দিসনা
খাবার দে কম্বল দে তোরা
অবুঝ শিশুর শীতকান্না
জ্বালামুখি বক্তব্য দিসনা।
ক্ষমতার শিন্নি লুটিসনা
জনতার মনে ধরা তোরা
জ্বালামুখি বক্তব্য দিসনা
খাবার দে কম্বল দে তোরা।
০২/০১/২০১৫ ইং
________________________________
ট্রিয়োলেট-০৩
প্রেম করি এসো পাতাকুঁড়ানিয়া মেয়ে
শহরের মেয়েদের বহুরুপী মন!
রুপ বদলায় তারা ঐ চাঁদের চেয়ে
প্রেম করি এসো পাতাকুঁড়ানিয়া মেয়ে।
তোমার কথায় থাক ভাব বেশ গেঁ'য়ে
সরলতা প্রেমে হোক খুব বড় ধন,
প্রেম করি এসো পাতাকুঁড়ানিয়া মেয়ে
শহরের মেয়েদের বহুরুপী মন।
০২/০১/২০১৫ ইং
________________________________
ট্রিয়োলেট-০৪
শিন্নি দিমু শিন্নি দিমু শুন্
আর একদিন মাঝখানে,
রাস্তায় নামলে মোল্লা নুন
শিন্নি দিমু শিন্নি দিমু শুন্।
দুই দলে মুখোমুখি-খুন!
আমজনতার ভয় মনে
শিন্নি দিমু শিন্নি দিমু শুন্
আর একদিন মাঝখানে।
০৩/০১/২০১৫ ইং
________________________________
ট্রিয়োলেট-০৫
নারীর মতন তিনিও পরেছেন বক্ষবন্ধনী
মনোকষ্টে আজ বলেছেন, কবি নির্মলেন্দু গুণ
অর্ধনারীশ্বরে ঐ বন্ধনী তাঁর নারীর সন্ধানী
নারীর মতন তিনিও পরেছেন বক্ষবন্ধনী।
আর্ট পেপারের বন্ধনীরা কবির উষ্ণ মৌ'রাণী
শখের তুলির চিত্র তাঁর-আজ কষ্ট বহু গুণ!
নারীর মতন তিনিও পরেছেন বক্ষবন্ধনী
মনোকষ্টে আজ বলেছেন কবি নির্মলেন্দু গুণ।
০৩/০১/২০১৫ ইং
(কবি নির্মলেন্দু গুণ'র করকমলে। তাঁর সম্পূর্ণ সুস্থ্যতা কামনা করছি।)
_______________________________
ট্রিয়োলেট-০৭
দুই দলে দলাদলি লেগেছে রে ল্যাঠা
তন্ত্রমন্ত্র কাজ হবে না এমন খেলা,
সমান সমান লড়ে-আমজনতা ক্যাঠা?
দুই দলে দলাদলি লেগেছে রে ল্যাঠা।
তোমার কথার রসাতলে শুনো বেটা
জাত-বেহাতে বসালে কী অজাত মেলা,
দুই দলে দলাদলি লেগেছে রে ল্যাঠা
তন্ত্রমন্ত্র কাজ হবে না এমন খেলা।
০৪/০১/২০১৫ ইং
________________________________
ট্রিয়োলেট-০৮
ঝাঁপ দিয়েছি আলোর মাঝে
স্বপ্ন তুলে নেবো, স্বপ্ন দেবো
তাই চোখ মাঝে পথ সাজে
ঝাঁপ দিয়েছি আলোর মাঝে।
কী আনন্দে প্রাণে সুর বাজে!
ইরানের গোলাপ ফুটাবো
ঝাঁপ দিয়েছি আলোর মাঝে
স্বপ্ন তুলে নেবো, স্বপ্ন দেবো।
০৫/০১/২০১৫ ইং
________________________________
ট্রিয়োলেট-০৯
মেঘহীন আকাশে জমেছে- মেঘ, বৃষ্টি তুমি কই
তৃষিত হৃদয় শান্তি খোঁজে দ্বন্ধের বিষাদ নয়!
আমরা চাতক ত্রস্ত মনে সজল চোখেই রই
মেঘহীন আকাশে জমেছে- মেঘ, বৃষ্টি তুমি কই।
একই মায়ের সন্তান আমারা এক জাতি হই
বিবাদমান সময় ভুলে এসো শান্তি করি জয়
মেঘহীন আকাশে জমেছে- মেঘ, বৃষ্টি তুমি কই
তৃষিত হৃদয় শান্তি খোঁজে দ্বন্ধের বিষাদ নয়!
০৫/০১/২০১৫ ইং
________________________________
ট্রিয়োলেট-১০
গতরে গতরে অগ্নি নাচে
লাশের মিছিল সারাদেশে
দারুণ দহন পাচে পাচে
গতরে গতরে অগ্নি নাচে।
জল দিবি কে মেঘনা সেঁচে
জ্বলে আগুন আপন বেশে
গতরে গতরে অগ্নি নাচে
লাশের মিছিল সারাদেশে!
০৫/০২/২০১৫ ইং
________________________________
ট্রিয়োলেট-১১
ঐ আকাশ কেটে ভাগ করে নেবো;
আধেক তোমার আধেক আমার,
বলো, তুমি আমি কেউ কার হবো?
ঐ আকাশ কেটে ভাগ করে নেবো।
মেঘের ভাগটাও তোমাকে দেবো
সুখের আলোয় আধেক আঁধার,
ঐ আকাশ কেটে ভাগ করে নেবো
আধেক তোমার আধেক আমার।
২৪/০৩/২০১৫ ইং