আমি খুবই শন্তিতে আছি ঘুম নেই রাত আছে;
দিনদিন দিন নেই জানোয়ার একটা উদ্ভট!
মানুষের পেছনে মানুষ-রোজ লেজ বেঁধে বাঁচে।
খটখট কথার কর্কশ কুন্ডুলী পাকানো জট
আটঘাট বেঁধে জোরে নেমে পড়ে কথার কবরে,
প্রলাপ বকে বকে যা'- করে তোলে মগজটা হট!
গঞ্জে তেল কুচকুচে চা'য়ের টেবিলে সে খবরে
আতালেরা আতালি-পাতালি মনে শানান ফিকির
রা'খবিশ তেল ঢালে আরো-জ্বলে নির্বোধ অন্তরে!
সরগরম মাঠে ও ঘাটে নামে মিছিল অচির
মুরিদের পিরেরা কাছিমের খোলস আশ্রয়ে
হুকুমের হুক্কা টেনে মরো যত ঝরিয়ে রুধির!
হুতাশ তোমার যত শান্তি নেই অশান্তিটা চেয়ে
আমি বলি শান্তি আছে, শান্তি নেই উদ্ভট হৃদয়ে!
২২/১১/২০১৪ ইং