ছুঁয়েছো দু'হাত তুমি যেন কত সহস্র বছর আগে,
সেই সব স্মৃতি ছাড়া কিছু নেই আমার পৃথিবী জুড়ে
সেই চাঁদ, কথার মুকুল ফুটে আছে দ্যাখো হৃদ-বাগে।
এখানে তো তুমি নেই; কিছু নেই, স্মৃতিরা আগুনে পোড়ে
এখন বিকার-বিনাশও নেই; মৃত্য সরে গেছে দূরে-
অদৃশ্য পায়ে পায়ে নিঃশব্দে মনে বিবর্ণ কবর খুঁড়ে,
সুর নেই ছন্দ নেই অলস বিকেল কাটে কষ্ট কাতরে
আফতাব কখন যে ডুবে যায় নীল সাগরের জলে
কিছুই জানি না, দাঁড়িয়ে থাকি এক বুক অন্ধকারে
রাত আসে, চাঁদ ওঠে- মেঘের তিমির চিরে বিরলে
অথচ আমি দেখি আলো নেই আন্ধার শুধুই আন্ধার
চাঁদকে যেমন মেঘ-আমাকে তেমন রাখে অন্তরালে।
ভালবাসা যেন এক খাপছাড়া নিষ্ঠুর উলঙ্গ তলোয়ার
জেনে শুনে তাকে, দিলাম উজাড় করে- হৃদয় আমার।