অধর কাঁপছে কেন হে ত্রপিতা, যুদ্ধ বেঁধেছে কোনো-
মনের ময়দানে তুমুল? প্রণয়ের প্রথম পরশ
তোমার শরিরময় আঙ্গুলের ছাপ মনে মনে গুণো,
হতে পারে এটাও একটা যুদ্ধ লোদি বা শেরসাহের
ভয় পেয়ো না; আকবর নই কিম্বা তুমি রাজপুত নারী
মসনদ নেই কোনো রাজ্য-মোগল আমল বাবরের,
অধর রাখবে এসো, বাড়ন্ত দু'গাছি কুন্তল বাহারী-
বেশরম বায়ে দোলে, মনে বেড়ে চলে তরঙ্গিত সুর
সুর আরো দেবো আমি আলগিয়ে অবগিন্ঠিত ঐ শাড়ী,
কথা দিলে সব দেবো হয়ে মুহূর্তেই পায়ের নূপুর,
এ বাংলা যদি হয় কুরুক্ষেত্র, যুদ্ধ বাঁধে বিশ্বময়
আমার হৃদয়ে রবে বসন্ত সজ্জিত হোলির দুপুর।
বিশ্বাস তোমাকে দেবো মনে এতটুকু নিও না সংশয়
দংশিত হবো এমন লখিন্দ কোনো হবার আমি নই!
(৩য় সংখ্যা ০৯/১২/২০০৫ ইং সাপ্তাহিক প্রতিচিত্র)