তোমাকে ছাড়া ভালো নেই পৃথিবী, ভালো নেই আমি,
আশেপাশে সবকিছু আছে শূন্যতা শুধু তুমি।
আমার পৃথিবীর সব শান্তি ছিল তোমার মাঝে,
আজ দুঃখরা এসে জায়গা করে নিয়ে তোমার খুঁজে।
আচ্ছা পৃথিবীটা এত অদ্ভুত কেন?
আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি,
তারা সবার আগে আমাদের ছেড়ে চলে যায়,
আর তাদের স্মৃতি বারবার আমায় কাঁদায়।
হয়তো তোমার সাথে দেখা হবে না কোনদিন,
আর তোমার স্মৃতি থেকে বের হতে পারব না স্বাধীন।
সমস্ত দিনের শেষে কল্পনায় আঁকি তোমার মুখ,
সব ক্লান্তি চলে যায় যখন আঁকি তোমার চোখ।