মনের গগনে অধিকার প্রতিষ্ঠাকে
কেন্দ করে নীলিমাদের বিদ্রোহ।
কোনো নীলিমা তার শৈল্পিক রূপে
মুগ্ধ করে করতে চাই,
অধিকার প্রতিষ্ঠা করতে চাই আজীবন।
কোনোটা আবার বিনাকাজল চোখের
আগুনঝরা চাহনিতে,
আর কোনোটা বা বাঁকা ঠোঁটের
একগাল হাসিতে চাই এই মনকে
আদ্যোপান্ত।
মনের নীলিমাদের করেছি মীমাংসা,
সবগুলোকে দিয়েছি ঠাঁই,
তোমার মাঝেই খুঁজেছি সব,
আর কোথাও কোথায় পাই...!!