ছোট্ট আমার কুটির খানি
আম বাগানের পাশে,
ভোরের হাওয়া মুক্ত আলো
নিত্য যেথায় আসে।
শাপলা শালুক পদ্ম ফোটে
সরু বিলের জলে,
সবুজ শ্যামল মাঠে গাছে
মিষ্টি ফুলে ফলে।
মহানন্দার স্রোত বহে
কুটির হতে দুরে,
দোয়েল শ্যামা শিস দিয়ে যায়
মন মাতানো সুরে।
পূব আকাশে রশ্মি ছড়ায়
সূর্য মামা হেসে,
শিশির ঝরা রোদ ঝলমল
দূর্বা ঘাসে ঘাসে।
রাতের বেলা জোনাকিরা
খেলে গোল্লাছুট,
চাঁদ তারা সব জোৎস্না
ছড়ায় মুঠো মুঠ।
ছোট্ট আমার কুটির খানি
আম বাগানের পাশে
চোখ জুড়ানো ছবির মতন
স্বর্গালোকে ভাসে।