তোমার প্রেমে ইস্তফা দিয়ে
আজ আমি নিস্ব,
কখনও হারিয়ে ফেলি নিজেকে
অচেনা কোনো পথে,
কখনওবা থমকে দাঁড়ায়
স্তব্ধ বাতাসে আনমনে,
গভীর রাতে তারাদের সাথে কথা
আর চোখের কিনারে অশ্রু,

অপেক্ষায় অপেক্ষায় কাটছে ক্ষণ,
আড়ি ভেঙ্গে ফিরবে কখন ?