সেই মেয়েটি
একটি মেয়ে হঠাৎ করেই মনটাকে খুব চমকে দেয়,
মন বাড়িয়ে ধরতে গেলেই চোখ রাঙিয়ে ধমকে দেয়।
সেই মেয়েটি নিকাব জড়ায় তিল আঁকানো নাকটাতে
মুড দেখাবে আমার সাথে ডলুখালের বাঁকটাতে!
খুব গুছানো পায়ের হাঁটা, বই নিয়ে কাঁধ ব্যাগটাতে-
সাঁঝ আলোতে নয়তো ফিরে কাঠফাঁটা রোদ একটাতে।
চুল লুকিয়ে পেছন দিকে ধুল্ উড়াবে বোরকাতে
আই লাভয়্যু বললে রেগে নাক ডুবাবে শোরকাতে।
বুক গহিনের রক্তে আমার পা রাঙিয়ো আলতাতে
মনটা তোমার উড়না করে প্রেম টাঙিয়ো আলনাতে।
রাগ মিশিয়ে চোখ রাঙালে ঠোঁট রাঙিয়ে হাসবে কে?
খুব আদুরে ভীষণ রকম আমায় ভালোবাসবে কে?
মন চোরুনী লক্ষী আমার যাও কেন গো রাগ করে?
রাগগুলোতে প্রেম মিশিয়ে নিই দু'জনে ভাগ করে।