ছিলো না আমাকে বুঝার সময়; পাঠ বানালে পড়ার,
আমিতো কেবল নিজেকে ভেঙে তোমাকে চেয়েছি গড়ার।
একাকীতে সুখ ভেবেছি দু’জন গুটিয়ে নিয়েছি চাওয়ার,
তবে কি আমরা ভুলেছি জীবন আদম এবং হাওয়ার?
কখনো করোনি প্রীতির স্মরণ রেখেছো হিসেব ভুলের,
কাটার আঘাতে ব্যথার পরেও দামী তো সুবাস ফুলের।
তোমাকে আঁকার বেহায়া স্বভাবে ভুলেছি নিজের আদল
অথচ তুমি রাখো না খবর কখন নেমেছে বাদল।
বিরহ ভুলা নয়তো সহজ — চাইছো ভুলে থাকার!
প্রেমতো কাউকে দূরে রাখা নয়, আগলে ধরে রাখার।
জানিতো তুমিও গোপনে ডুবো জরাজীর্ণ সেই ছবির,
ভুলের বিপরীতে ফুলেল চুমো প্রেমাসক্ত এই কবির!