১.
আমার এখন ইচ্ছে করে
আকাশপানে উড়তে,
মরুর বুকে জাহাজ হয়ে
দূর দূরান্তে ছুড়তে।

ইচ্ছে করে পাখির মতো
কিচির মিচির করতে,
মেঘের মতো স্বাধীন হয়ে
বৃষ্টিরূপে ঝরতে।

ইচ্ছে করে বাতাস হয়ে
শূন্যের উপর ভাসতে,
সূর্যমূখী, গোলাপ হয়ে
রবির সঙ্গে হাসতে।

২.
আরো অনেক ইচ্ছে আমার
হূদয়পানে বাঁধা,
লেখা-পড়া শিখছি তবু
সবাই বলে গাধা!

সবাই যখন শিখছে পড়া
বলছে অনেক কিছু,
এই সময়ে ভাবনাগুলো
নেয়-যে আমার পিছু।

হরেক রঙের এই শহরে
থাকবোনা আর ভাই,
ইচ্ছে করে  চাঁদে গিয়ে
ছোট্ট ঘর বানাই।