মানুষ নামের বিবেক হারা
এই ধরাতে যারা,
ওদের আবার মানুষ বলে
ড়াকছে দেখি কারা?
ছদ্মবেশী, অমানুষদের
কেমনে চিনি বল্?
ওদের কিন্ত দেখকে লাগে
মানুষ অবিকল।
ওরাই আবার ধরার মাঝে
করছে সকল কিছু,
অনেক জনই মানুষ ভেবে
ছুটছে ওদের পিছু।
শিক্ষিত না নকল মানুষ
বোঝা বড় দায়,
লেখায়-পড়ায় তারাও বলে
মানুষ দেখো ভাই!
আসল-নকল ফুটছে শুধু
মানুষ নামের খই,
ইচ্ছে করে মানুষ ছেড়ে
অন্য কিছু হই।
-লিখা০২.০১.২০১৬
('ফুল পাখিদের মতো, গ্রন্থ থেকে)