ফুলের মতো পাখির মতো
আমিও হতে চাই,
সকাল বেলা,বিকেল বেলা
রবকে বলি তাই।

গোলাপ হয়ে,শাপলা হয়ে
সবার কাছে যাবো,
ব্যাকুল করা মধুর সুবাস
একটু করে দেবো।

জুঁই-চামালী,হাসনাহেনা
হাসবো হয়ে আমি,
দেখে সবার প্রাণ জুড়াবে
সবার হবো দামি।

দোয়েল হবো,শিষ বাজাবো
বাংলা আঁচল দেখে,
টিয়ে, শালিক, ময়ূর হয়ে
নাচবো মনের সূখে।

কোকিল কন্ঠে গাইবো গীত
মন মাতানো সূরে,
শুনবে সবাই নীরবে তা
শিশির ভেজা ভোরে।

দূর আকাশে চিলের সাথে
পাখনা মেলে উড়ে,
বর্ষা, শ্রাবণ, গ্রীষ্ম তাপে
যাবো অনেক দূরে।

মাছ শিকারী পাখি হবো
ঘাপটে ধরে মাছ,
খেয়ে মজায় আলতো করে
একটু দেবো নাচ।

বাবুই হয়ে বাঁধবো আমি
চোখ জুড়ানো নীড়,
ভাব দেখাবো শিল্পী হয়ে
করবে সবাই ভীড়।

দূর আকাশে যাচ্ছে দেখা
পাখির মেলা কতো.
মিটি-মিটি জ্বলবো আমি
জোনাকীদের মতো।

ঝিলের পাড়ে কমল ভেবে
আমায় তুলে নেবে,
গ্রাম্য মেয়ে ব্যাকুল মনে
হালকা চুমো দেবে।

পতেঙ্গা,চট্রগ্রাম
২২.১০.২০১৫