কথাদেরও কথা থাকে ওপারের দেয়ালে,
দেখা ছাড়াও আরো দেখা থাকে ঘোর খেয়ালে।
যতটুকু মুখে চাই, তারও বেশি মরমে
ভালোবাসা মুখে নয়, রাখা থাকে শরমে।
হাসিদেরও হাসি থাকে গহ্বর, চোয়ালে,
কাঁপা হয় ভুল করে আঙ্গুলটা ছোঁয়ালে!
কাঁন্নারও ভাষা থাকে জলে ভেজা নয়নে,
ভাষা থাকে কবিতার ভেতরের চয়নে।