আর কতকাল ধর্ষিত হবে এ জাতীর স্বাধীনতা?
আর কতকাল ক্ষয়ে ক্ষয়ে যাবে বিপন্ন মানবতা!

আর কতকাল ঊনষাট হবে, আর কতবার চব্বিশ?
আর কতকাল করবো সহন স্বৈরাচারের সব বিষ!

আর কতবার আবু সাঈদেরা বুককে করবে ঝাঁজরা;
আর কতবার রক্ত ঝরাবে ভিনদেশী জুলুমবাজরা?

আর কতবার প্রাণ দিতে হবে, কতটা হারাবো মুগ্ধ—
আর কতটা রক্তের বদলে দেশটাকে পাবো শুদ্ধ?

যেই আসে ফের ক্ষমতার লোভে হয়ে উঠে স্বৈরাচার,
দেশের পতাকা গাড়ীতে বেঁধে করে তোলে পকেট ভার।

এইবার উঠেছে নতুন সূর্য দেশটাকে আলো করবার,
বৈষম্য আর শোষনের খেলা সবকিছু দূরে সরবার।

দেশটা আমার দেশটা তোমার চলো দেশটাকে বুকে রাখি,
নয়তো জুলাই আসবেই আবার, উড়ে যাবে সুখ পাখি!