কর্ণফুলীর উপর দিয়ে
আমার গাঁয়ে এসো,
গ্রাম্যবনে ফুলের সাথে
একটুখানি হেসো।
আমার গাঁয়ের পাশটা দিয়ে
ড়লু নদের কূল,
তারই উপর দাঁড়িয়ে আছে
মস্ত বড় পুল।
শুনতে পাবে বিশাল দিঘির
শূণ্য নিরবতা,
তারই পাশের ঘরটা বলে
মুঘল যুগের কথা।
দেখবে আরো- দু'টি মক্তব
একই পাশাপাশি,
পীরের মাজার,চতুর্দিকে
ফুলের হাসাহাসি।
নামলে আঁধার আকাশটাতে
সন্ধ্যাতারা হাসে,
মিয়া পুকুরে দেখবে কেমন
রূপোর থালা ভাসে।
বিশাল মাটের পশ্চিম পাশে
ঘর-এ রহমত,
এঁকে-বেঁকে গ্রাম্য বিলে
ছড়িয়ে গেছা পথ।