পৌষের কুয়াশা আধোআলো ধুয়াশা
নিয়নবাতি জ্বলা একসেস রোড
সন্ধ্যার সীমানা ভেঙে দিয়ে নিমিষে
যুগল প্রণয়ে উঠে রিকশার হুড

কড়া এক লিকারের টুংটাং বিউগলে
চুমুক দিয়ে তোলা বেদনার সুর
হারানোর নেই কিছু ছলনার স্মৃতি ছাড়া
যাকে আমি ভেবেছিনু বিশ্বাসী হুর

চলে যায় কতো শতো আশার গাড়ী
এরই মাঝে আমি যেনো বেকার ঘড়ি

আধখাওয়া সিগারেট উড়ো উড়ো হতাশারা
পকেট খালি করে কিনে নেয় সুখ
ভিনদেশী মেঘগুলো জড়ো হলো উৎসবে
বিকেলজুড়ে শুধু ভাবি প্রিয় মুখ

পৌষের কুয়াশা আধোআলো ধুয়াশা
নিয়নবাতি জ্বলা একসেস রোড
সন্ধ্যার সীমানা ভেঙে দিয়ে নিমিষে
যুগল প্রণয়ে উঠে রিকশার হুড...