দ্যাখ!
তোর ওই মরা ইমানে চেয়ে চেয়ে দ্যাখ
বীর ইমানি ইমান বুকে করছে বিশ্ব অবাক।
কেমন ইমান জমলে বুকে!
ঝড় কবলে যায় না ঝুকে।
সত্য পথে ধরছে বাজি,
জীবন দিতেও আছে রাজি।
কে থামাবে এমন শক্তি?
খোদার 'পরে রইলে ভক্তি।
ওই ইমানির বায়াত হয়ে,
জীবনটা কে দাও বিলিয়ে।
কেমন ইমান করলে জমা?
সত্য বলার বোল ফুটে না
শুধু পঙ্গু সেজে চাইলে ক্ষমা,
অজুহাতের নাই সীমানা।
আজি মুক্তির গানে বাধো সুর
বিজয় তো আর নয় বহুদুর
ঝরবে যদিও রক্ত অঝোর।
রাত্রি পেরুলেই নতুন ভোর।
পাক্কা ইমান থাকলে বুকে, হাজার শকুন বাঘ ভালুকে
লাগে না রে ভয়
শক্ত হাতে ধরে ওঁরা, বিন-ওয়ালিদের নাঙ্গা ছোরা
আনতে নতুন জয়।
মুক্তি সুখের শক্তি বুকে, সমর পানে তাঁহার ডাকে
চল রে ছুটে চল।
হাতছানিতে ডাকছে বিজয়, যুদ্ধে যেতে কীসের ভয়?
বোল ফুটে সব কলমা বল।
নয়া জামানার নবীন বীর, বুকে কালিমা মুখে তাকবির
ফুটবে আলো নতুন রবির,
নারায়ে তাকবির।
খালিদের পর আর একবার, সময় এখন যুদ্ধে যাবার
তাকবিরে রব কররে আবার
উচ্চস্বরে, আল্লাহু আকবার।