খুকুমণি খুকুমণি
আর ঘুমাবে কত?
সকাল হলো, দুয়ার খুলো
ঘুমোতে নেই অত।
সূর্যকীরণ ডাকছে তোমায়
দুয়ারে মেলে কেশ।
তুমি নাকি বাধতে পারো
চুলগুলো তার বেশ।
পাখপাখালি গান গেয়ে যায়
মিষ্টি মধুর স্বরে।
এসো এসো বাইরে এসো
আর থেকো না ঘরে।
ও খুকু তুই কেমন করে
এত্ত ঘুম আনলি ডেকে?
ভোর হলো সে কোন সকালে
তবুও তুমি ঘুমপালকে
ভাসছো স্বপ্নলোকে।
মা জননী ভাত বেড়েছ
খাওয়ার মানুষ কই?
খুকুমণি উঠবে কখন
সেই অপেক্ষায় রই।
খুকুমণি খুকুমণি
ঘুম কি হলো শেষ?
প্রভাত আলোয় মুখ ধুয়ে যাও
দিন কাটিবে বেশ।।