কাঠাবিড়ালি কাঠবিড়ালি
বন-বাদাড়ে থাকে
গাছের ডালে, চালের বাশে
               সবখানেতে ঘুরে।

ধান শুকানো খোলার  কাছে
বাদাম ভাজার চুলার পাশে
ডালিম গাছের ডালে বসে
           দিচ্ছে উঁকিঝুঁকি।

সুযোগ পেলেই আসবে চলে
দু'খান দানা গুজবে মুখে
একটুখানি লেজ নাচিয়ে
           করবে ছুটোছুটি।

ডালের ঝুড়ি,চালের হাড়ি
ঘরের কোনে যবের ভুষি
দু'খান বাসি গমের রুটি
              খাচ্ছে চুপিচুপি।।

কাঠবিড়ালী কাঠবিড়ালী
মিষ্টি গড়ন চলন-বলন
মন কেড়েছে, ধরব আজি
         থাকবি রে মোর বাড়ি?

ঘরের কোনে বাদাম পাবি
চালের আড়ে ভুট্টা খাবি
রান্নাঘরে খুজবি ঝুড়ি
         রইবি কি রে বুড়ি?


কাঠবিড়ালি কাঠবিড়ালি
কোথায় থাকিস কোন অদুরে?
গেছিস কি রে পথটি ভুলে?
না বললে করব আড়ি!
           দেখবনা তোর বাড়ি।

বাশ বাগানে পাতার ঝোপে
মরা গাছের শুকনো ডালে
বলনা আমায় তাড়াতাড়ি
           কোথায়-সে তোর বাড়ি?

অবশেষে উপর থেকে
বলল পাজি একটু হেসে
মরা গাছের মগডালেতে
পুরান কারো কাঠকোঠোরে
           ঘর বেধেছি সখে।
          
ছানা-বনা বড় হলে
বিয়ে দিবো ক্ষন-প্রহরে
দাওয়াত পাবে শ'য়ে শ'য়ে
           দেখতে এসো তবে।।