ওরে ও নব্য নবীন
          ঘুম পিয়াসী বৃদ্ধ প্রবীণ
          জেগে উঠ ছাড়-রে জমিন
          মসজিদে ওই হচ্ছে আজান
          ডাকছে মুয়াজ্জিন।


          খোদা ভীরু মুমিন বান্দা  
          তাহার ডাকে দে রে সাড়া
          মুয়াজ্জিনে ডাকছে তোরে
          হাকে হাইয়্যা আ'লাস ছলা।


          প্রত্যুষ পুর্ব ভোরে,
          জেগে উঠ রোজ সকালে
          আরামের ঘুম প্রহরে,
          আলসেমি যা রে ভুলে।


          তাকওয়া কি তোর শুধুই মুখে!
          তবে কেন ঘুমের ঘোরে?
          রোজ সকালে একই কথা
          বাহানার শেষ হবে না।


          জেগে উঠ ছাড়-রে বাসক
          ডাকে তোরে মহান শাসক।
          মনে তারে কররে লালন
          প্রেমে আদেশ হইবে পালন।
      
          
          তাহার ডাকে দে রে সাড়া
          হাতটি বেধে একটু দাড়া।
          মসজিদের ওই সামনে কাতার
          পুণ্যের পুণ্যবাহার ।


          ওরে ও ভুবন জ্ঞ্যানী
          কোথায় তোমার বিদ্যবানী?
          খোদার কালাম বুকে ধরে
          তওবা করো খুব অচিরে।
          
          
          আখি খুলে তাকাও ভবে
          পঙ্কিলতায় গেছে ডুবে।
          হাত তুলো খোদার তরে
          চাও রে পানাহ বারে বারে।
          
        
          ওরে ও চক্ষুবুজা
          ইমান অতো নয়রে সোজা।
          যুগের নেশায় গা ভাসালে
          মরে ইমান অন্তরালে।
        
          
          হটাৎ করেই আসে মরণ
          মনে সদা করো স্মরণ।
          থাকতে সময় খোদার রাহে
          দাও বিলিয়ে পুণ্য প্রবাহে।
        

          সবার আগে হ রে সামিল
          খাছ পুণ্য কর-রে হাছিল।
          বিধাতার বিধান মেনে
          জীবন গড়ো মহান পথে।