গোধূলির শেষ প্রহরে
      ওই আকাশের খানেক দূরে
       এক ফালি চাঁদ উঠল হেসে
         শাওয়ালের সাজোল্লাসে।
         হিয়া নাচে আনন্দ ঢেলে
           নব ইদের নৃত্য তালে।

   আয় আয়, ওরে আজি কাছে আয়    
  একসাথে সুর বেধে চল গান গায়
  মিলোনবন্ধনে হাসি মুখে নিই ঠায়।

হিংসার বানী ভুলে, বিদ্বেষ সব দূরে ঠেলে
        হৃদ্যতার পথে চলো হেঁটে যায়।
   বুকে বুক ফেলে, হৃদয়ে হৃদয় মেলে
         দূরত্বকে জানায় চির বিদায়।