মেঘে মেঘে বাজছে মাদল
আসছে ছুটে বৃষ্টি বাদল।
ছেলে মেয়ের মুক্ত দল
কই রে তোরা বল?
দল বেধে আজ চলরে ছুটে চল
পাড়া গায়ে আদুল গায়ে করি কোলাহল।
ভেজা ঘাসে সড়সড়ানি
পিছল কাদায় গড়গড়ানি
খেলব বেধে দল।
শান্ত ধীরে মেঘ বরিষে
খেলব সুখে মন হরষে
চলরে ছুটে চল।
চল, দল বেধে আজ করি কোলাহল।
কে থামাবে এমন দিনে
মন হারাবে মাটির ঘ্রাণে।
কাদা-মাটি আপন করে
মিশবো সেথায় চল।
ঘরের কোনে আলসে ভোরে
আর করিস না ছল।
দল বেধে আজ চলরে ছুটে চল
বৃষ্টিক্ষণে অকারণে করি কোলাহল।