চলো পায়ে পা মেলে, সম্প্রীতির সুধা সুখ ঢেলে
হেঁটে হেঁটে ঘুরে আসি দিগন্ত ছুঁয়ে।
মৃচ্ছ অধারি দাও মুছে, দূরত্ব আজি যাক ঘুচে
নববর্ষ প্রভাতি পদযাত্রার গান গেয়ে।
আসো বন্ধু দলে দলে, অপরাধ সব যাও ভুলে
আজি বৈশাখী নববর্ষ প্রভাতে।
পদযাত্রায় পদধ্বনি, ছড়িয়ে পড়ুক প্রেমের বানী
শত বর্ষ ধাবমান জনপদ গণ-স্রোতে।
আসো সকলি আজি আসো, বন্ধুর মত পাশে বসো
নববর্ষের কিছু সময় একসাথে করি পার।
ওই প্রভাতে ডাকিছে ফেরি, ডলিয়া পিষিয়া অহংকারী
হৃদয় খুলে বলি মঙ্গল হোক সবার।