কত আপন এই পৃথিবী, মায়া মমতার ছায়াছবি
কভু চোখ বুজিতে না চাই।
চোখে ভাসে স্বপনের পাখি, ধরিতে জীবন বাজি রাখি
অপেক্ষার প্রহর অধরা পাখির প্রত্যাশায়।
তবে বলো ক'জন পৌঁছায়, রোপিত স্বপনের সীমানায়
মনে মনে যার লালন দিবানিশি।
শতকে দু পাঁচ জন, তাহাদের নিয়ে শুধু গুঞ্জন
বাকিদের মুখে কি কভু ফুটবে না হাসি?
সৃষ্টির যেন এক অনাসৃষ্টি, আঁধার আচ্ছন্ন আমারি দৃষ্টি
শীতল বাতাসে উড়ে ব্যর্থতার রেণু।।
ব্যর্থতায় মন রোষাবিষ্টা, কথায় কথায় দিচ্ছ খোটা
সাহস দাও, উঠে দাড়াক নতজানু।
কণ্ঠ ছিড়িয়া যায়, তবুও কেহ বুঝিতে না চায়
কী অসীম শূন্যতা দুচোখে।
সৎকার হোক সকল ব্যর্থতার, অবিনাশী বাণ ওই বিধাতার
গ্রহণ করিতে চাই হাসিমুখে।
মায়ার আবরণ ফেড়ে, স্বপ্নজালের চাদর ছিঁড়ে
হারিয়ে যেতে চাই বহুদূরে।
ফুরিয়ে যাক সকল আসক্তি, আত্মাটা শুধু পাক মুক্তি
অবাধ শূন্যতায় চিরতরে।