ওই ঘূর্ণির প্রলয়-বলয় ঘিরে
                   মেষ কালো আঁধার চিরে
      দমাদম চলি ছুটে,
            অচলরা পড়ে লুটে,    
                     পদযুগল ঘিরে।

    আমি ঈশানের ঝড় প্রলয়,
              বিষাণ-এর বিভৎস চিৎকার
     কখনো প্রিয়সীর মধুকণ্ঠ,
             কখনো বা বিষমুখ বিধাতার।


     আমি গড়িমসি করে
              হাটিতে হাটিতে দৌড়িয়ে ছুটি
     ঝাঁপিয়ে ছাপিয়া মহীয়ান
       ভাঙ্গিয়া তুলনার মাপকাঠি।
    হাসিয়া হাসিয়া ছাড়িয়া যায়
                   খুলিয়া খোলস পুরান
   আমি সর্বদায় করি যতন
           আমার চেতন ছড়ায় ঘিরান।

     আমি বানে ভেসে যাওয়া
            পানা-পদ্মের মত পথ ভোলা
      ঢেউয়ে ঢেউয়ে ঢোক গিলে
                জট খুলে মোর পথ চলা।
      ভীষণ বানে নাচি আমি,
                সে কি উতাল নৃত্য আমার
      পাক খাওয়া স্রোতে একাই বাচি  
                নির্ভীক রাজকুমার ।