তুমি কি সম্ভাবনা?
তুমি কি কর্মের আহ্বান?
নাকি দিকহারা নাবিকের মনে
               সব হারাবার গান।
যে গান বাজে না কোলাহল করে
সুর তোলে মনের গোপন গভীরে,
মহামারী হয়ে ছড়ায়ে যায়
সকল আশাদের বিদায় চায়।

অনিশ্চিত সময়
তুমি আছ, তাই বসে ভাবছি
তোমার নাম ধরে ডাকছি
তোমার জন্মের যাই থাক ইতিহাস
যে কারনেই আসো তুমি।
যারা বসন্তের অপেক্ষায়
তীব্র শীতের ভোরে প্রার্থনা রত
তাদের সামনে এসে দাঁড়াও
হও যদি অনিবার্য।

অথবা অনিশ্চয়তাই যদি তুমি হও
আমাদের তোমার সঙ্গী করে নাও
অসীমের পথে অনন্তের পথে
জল স্থল ছাড়িয়ে মহাকালের সাথে।
অন্যথায়
সুনিশ্চিত হয়ে নামো ধরার বুকে,
বৃষ্টি হয়ে
মেটাও তৃষ্ণা যারা হতাশ ধুঁকে ধুঁকে।