বৃক্ষেরা রহম শুধু মনুষ্য আবাসে
বৃক্ষেরা পৃথিবী মাঝে আনে অম্লজান
তবু জানি বৃক্ষরাজি পায়না সম্মান
মানুষের মন আত্মধ্বংস ভালবাসে।
হন্যে হয়ে বন কাটে চির পরিহাসে
সবুজ হারিয়ে হচ্ছে ভুমি যে বিরান
কলের কার্বনে ছেয়ে হুমকিতে প্রাণ
মানুষের বোকামিতে শয়তান হাসে।
আমাদের প্রয়োজন বৃক্ষ আন্দোলন
সেই কথা বলেছেন খোদার হাবিব (স)
‘পৃথিবীর শেষ দিন চলে আসলেও,
হাতে থাকে বৃক্ষচারা, করিবে রোপণ’।
বৃক্ষরা না বাঁচলে যে বাঁচবেনা জীব
সহস্র দালানকোঠা গড়ে রাখলেও।