এই ঘন বন ডাকে তোমাকে আমাকে
তুমি পেয়ে যাবে সব আঁধার জংগলে,
চাই যা কিছু তোমার পাবে বাঁকে বাঁকে
এখানে বিকোয় তারা প্রতি ডালে ডালে।
নিরামিষভোজী পাবে আমিষের স্বাদ
দুহাতে কামাবে টাকা হবে উৎসব,
দাঁত নাই? কার্ড পাবে, ধারেতে আবাদ
ঘাস চাষ বাদ দিয়ে ইসমার্ট জব।
কংক্রিট জংগলে পাবে শুধু একাকিত্ব
পড়ে থাকলে ও কেউ ছোবেনা তোমায়
শুধু শুধু ভাবছ কি? দরশন তত্ব
চলে এসো দলে বলে দূষনা আমায়।
আমিতো রয়েছি পড়ে, করছি আমল
ভাল লাগা মন্দ লাগা, শহর জংগল।