এই যে জীবন, ঘামে ভেজা
শুধু যেন বয়সের পরিবর্তন
কিছু অলীক স্বপ্নের ফিকে হয়ে আসা,
হারিয়ে ফেলা কত প্রিয়জন।
এই যে জীবন, ঘুম ভাঙা
ক্লান্ত শরীর নিয়ে আবার ঘুমায় মন।
যেন খুব দ্রুত হৃদয়ের বয়স বাড়ে
অবাক অভ্যন্তরে
কি যেন খুঁজি ভেতরে ?
এই যে জীবন, খেলা ঘর
খেলতে পারিনা খেলা
দর্শক হয়ে রইলাম সারাটা ক্ষণ।
অভিজ্ঞতা কি এমন লাগাবো কাজে
বিচ্ছিন্নতা নানান রকম সাজে।
এই তো জীবন নির্দিষ্ট সময়ের
কিভাবে সাজালে মানব জন্ম
তৃপ্তি ধরিব শরীরে
মনের গহীন গভীরে ?
এরপর সেই সত্যের মুখোমুখি
সৃষ্টি যাহার লাগি ,
শুরু হবে এক নতুন অধ্যায়।
সেই তো জীবন, জেনেছি জীবনে
বিশ্বাস মিলাবে যখন
আপন শ্রমের বিপরীতে
রহস্যের মীমাংসা ঘটাবে মহাজন।