আমরা শহরবাসী দেখিনি তেমন
শীতকাল তাই আর মনেতে রাখিনি,
গল্পে কবিতায় আমি জেনেছি যেমন
শীতে পিঠা উৎসব পাওয়া হয়নি।
ফজর আযান আসে সুবহে সাদিক
তখন থেকেই জ্বলে লাকড়ির চুলা
গ্রামে গ্রামে ভেসে আসে ঘ্রাণ চারিদিক
শীতের পিঠার গান পৌষের মেলা।
এসব এখানে শুধু কল্পনা বিলাস
শহুরে জীবন জানে হিসেবের কথা
এমন জীবনে নেই কোন অবকাশ
কারও নেই তো তাই স্মৃতিময় ব্যাথা।
শীতের পিঠার কথা তবু যাব বলে
পরের প্রজন্ম মোর যাবে নাতো ভুলে।