বিপ্লব, বিপ্লব
ডাক শুনে ঘুম ভাঙ্গেনা তার
হাত দিয়ে জোরে ধাক্কা দেয়া লাগে,
তবেই সে চোখ খোলে।
বিপ্লব যার ডাক নাম
সে কখনই বিপ্লব দেখে নাই,
বিপ্লব যার ডাক নাম
সে স্বপ্নেও বিপ্লব খোঁজে নাই।
বিপ্লব ছোটে শুধু নিয়মিত রুটিনে
ছোটাছুটি করাটাই শুধু যে সে জানে।
আজো তার শিক্ষা জীবন হয়নি শেষ
আজো গুরুগৃহে যাত্রা চলছে
বোধহয় শিখছেনা কিছুই সে
তবে দেখছে বহুকিছু।
দেখছে রাস্তায় সস্তায় সবখানে,
বেহিসেবী পাবলিক বাস
প্রতিবাদী জনতার ক্লাস
ধাওয়া দেয়া লাঠিয়াল বাহিনী,
এতকিছুর পরেও সে যানজটে আটকেই থাকে।
বিপ্লব রাজপথ চেনে না
রাজা টাজা কিছুই সে বোঝে না
চেনে গলির মোড়ের দোকান
সেখানেই জীবনের আহবান।
বিপ্লব কোনদিন আকাশের তারা গোনে নাই
লেখেনাই সে কোনদিন কবিতা
গল্প উপন্যাসে ভোলে না সে
তবু খালি নাই তার জীবন পাতা,
সে পাতায় লেখা আছে বন্ধুদের নাম,
চা আর সিঙ্গারার দাম।
অসংখ্য গলি ঘুপচির এই শহরে
লক্ষ কোটি মানুষের ভিড়ে
বিপ্লব অচেনাই রয়ে যায়
শুধু চিরচেনা আত্মীয় স্বজনেরা
তার নাম ধরে ডেকে ডেকে
কে জানে কি সুখ পায়।