আমার রক্তিম ভাষা আজ অসহায়
অভিমানে চুপ থাকে, যাই কিছু হোক,
বলেনা একটা কথা, শোষণ বর্ষায়
বলেনা বন্দীশালায় আগুন জ্বলুক।
স্বাধীন না পরাধীন ভাষাটা যে বোঝে
শ্রদ্ধা না শ্রাদ্ধের চলে রোজ আয়োজন
ভয় পায় যুবকেরা হৃদয়ের মাঝে
স্লোগান ভুলেছে ভাষা, নেই আলোড়ন।
ভাষার দাবিতে ছিল অগ্নি রাজপথ
আনিয়াছে রাষ্ট্র ভাষা, আসে স্বাধীনতা
মানুষের মুখে ছিল কঠিন শপথ
আমার সাহসী ভাষা মোদের একতা।
আমার আবেগী ভাষা জাগাও আবার
আবার মিলাও প্রাণ, দাবি টা সবার।