স্বাধীনতা
তোমায় খুঁজে পাই না আমরা আর
ওরা বলে। তোমাকে নেই আর দরকার।
ওরা বলে। প্রয়োজন আজ সোনার খাঁচা
খামারীর গৃহে দানাপানি খেয়ে বাঁচা।
স্বাধীনতা
তুমি আজ রুপকথার গল্পে শোনা পাখি
দূরদেশে উড়ে গেছে যারা, জলে ভিজাইয়া আঁখি,
বন্দী রয়েছো আমাদের মতো
বুকে চাপা দিয়ে কষ্ট যত,
দয়া ও দানের শস্য খেয়ে
হাসছ সদা ওদের ভয়ে।
স্বাধীনতা
পুরানো দিনের কথা, তোমার কি মনে পড়ে?
মাটির মানুষ যুদ্ধে গেল, তোমায় আনতে ঘরে।
তোমার রুপের কি আগুন সেদিন জ্বেলেছিলে
কি মোহের আগুনে ভয় ডর সব পুড়িয়ে দিলে।
স্বাধীনতা
তোমার রুপ কি ঝরে গেছে আজ?
পড়েছে কি দেহে বয়সের ভাঁজ?
ওরা বলে
তুমি নাকি আছো সুখেই
দামী গাড়ি আর বাড়িতে
কাটাচ্ছো দিন । ঐ তো ওদের সাথেই।
ওরা বলে
স্বাধীনতা প্রয়োজন নেই সবার
সবার জন্য বেশি করে চাই খাবার।
তোমারে ভুলে ক্ষুধার্ত চোখ খাবারের করে খোঁজ
মানুষ হয়েও পশুর মতো সাধনা আমার ভোজ।
স্বাধীনতা
তোমায় আমরা দেখতে যাবো না
তোমায় আমরা আনতে যাবো না
পূর্ব পুরুষের মতো.....
তোমার স্বরণে ওরা বানিয়েছে বিশাল মিনার
তোমায় আমরা অন্য কোথাও খুঁজব না আর
পাওয়া যাবেনা অন্য কোথাও তোমায় আর।