ভেতরের বারুদে জ্বলছি সদা
বাহিরে সহাস্যে ফুলবাগান
হাঁসি হাঁসি মুখে সন্ধ্যার অপেক্ষা
শুনবো আবার মাগরিব এর আযান।
শুরু হবে হয়তো যুদ্ধ বিরতি
ক্লান্ত এ শহরের পথে প্রান্তরে
আমি শুধু রবো জেগে একাকী
বারুদের ঝাঁজালো তপ্ত আঁধারে।
জীবনের আলস্যে মাখা সুখেরা
আসে যে অজানা সুর হতে ভেসে
আবার হৃদয় অস্ত্রে ভরি বারুদ
বিধ্বংসী কামনার নেশাতে হেসে।
আমিতো জানি যে, রাত্রি হচ্ছে ক্ষয়
প্রভাতে সূর্যটা ডাকবে ময়দানে
বড় ভয় হয়__ভয় হয়... হতাশার গানে
শুনতে পারব কিনা, নষ্টদের বিলয়।
তবু চাই আরও একটি প্রভাত বেলা
লেলিহান আগুনে খেলব যে খেলা,
তোমরা তো দিয়েছ বারুদের নেশা
বারুদঠাসা কালি পোড়াবে ভাষা।