গ্রামের বাড়ির টিনের চালে
বৃষ্টি এসে ডাকছে আমায়,
বলছে, ও শহরের কবি
তুই এবারে ঘুমিয়ে যাবি।
বৃষ্টি টা খুব শব্দ করে
টাপুর টুপুর বাজনা বাজায়
শীতল সুরের মূর্ছনায়।
সত্যি আমি ঘুমিয়ে গেলাম
বেলা গেল টের না পেলাম।
মিষ্টি ঘুম ঘটিয়েছে দুর্ঘটনা
ছন্দ পতন বাড়িয়েছে বেদনা,
বৃষ্টি তোর অপরাধ শুধুই
বেড়ে চলেছে
তোর জন্যে আমায় রেখেই
ট্রেনটা ছেড়েছে।
শহর পানে ট্রেন ছুটেছে
ট্রেন ছুটেছে রে,
বৃষ্টি তোর অপরাধ
সময় কেড়ে
শুন্য করেও
আমায় তো ছাড়ছে নারে।