হৃদয়ের পাওনাদার চেয়ে থাকে
হৃদয়ের পানে,
আমি যে হৃদয়ধারী, আছি অনাহারী
এই অঘ্রানে,
আউশের ধানে ভেবেছি করব শোধ
যত আছে দেনা পাওনা সব
বাহারি খাজনা কাড়িয়াছে উৎসব
নির্বাক আজ হারিয়ে সকল বোধ।
পালিয়ে থাকা শ্রেয়তর ভেবে নিয়ে
বিরহের গানে আমি যে লুকিয়ে থাকি,
মনের জমিতে আগাছা জন্ম দিয়ে
নিজেকে দেই যে ফাঁকি।
হৃদয়ের পাওনাদারেরা যদি হুলিয়া করতো জারী
পোস্টারে পোস্টারে ঢেকে যেতো ঘরবাড়ি
আমাকে নিয়ে মহাজনদের পড়ে যেতো কাড়াকাড়ি,
সেদিন হয়তো আমি
নিয়তির পানে মুচকি হেসে
জানিয়ে দিতাম আড়ি।....
অনুরোধ তাই রইলো অপেক্ষার
আষাঢ়ে আবার কদম ফুটিলে পরে
ফিরে আসবো ভেজা মাটির গন্ধ লয়ে
খাজনার সাথে বাজনা করিব যোগ
খতম করবো জালিমের অভিযোগ,
লুকাবোনা আর হৃদয়ের মাঝে
পাওনাদারের ভয়ে।