ভালবেসে একটা গোটা জীবন তোমাকে,
সময়ের পাল্লার কাঁটায় অন্য দিকে,
তোমার চোখের পাতায়
কত না ঘুমনো রাতের মুগ্ধতা।
আমার বুকের বারুদে
নিষিদ্ধ স্বপ্নের আনাগোনা।
কান পেতে একবার শুনি
শিশির পড়ার স্তব্ধতা।
দুরে কোথাও বাঁশি বাজায় রাখাল ছেলে,
ঘুঘুর ডাক, দুপুরের প্রহর চেনায়,
তোমার নীল টিপের দিকে চেয়ে,
আমি ভুলে থাকি
শরীরের তীব্র শীৎকার;
যৌন গন্ধ ধুয়ে যায়,
প্রথম বৃষ্টির জলে।
তোমার চুলের আড়ালে মুখ লুকিয়ে,
আমার ভালবাসার বিষন্নতা।
শুধু তোমার জন্য,
সমস্ত দুপুরের প্রহর, না ঘুমনো রাত
আর একটা গোটা জীবন।