এক সাথে
ওরা দুজন, ভালবাসা ছুঁতে চেয়েছিল,
ভাল লাগা
আর ভালবাসার তফাত বুঝে নিয়েছিল।
এর পর
অনেক কথার আড়াল করে লুকনো,
দুরে কোন
ভেসে আসা আযানের শব্দ শুনে ছিল।
কথায় কথায়
ভালবাসার কবিতার খাতার আড়াল থেকে,
চোখ মুছে,
মন খারাপের সকালের মরা রোদ্দুর চিনেছিল।
কোন একদিন,
গর্ভবতী বাতাসে ভেসে আসা শঙ্খধ্বনি,
শুনে নিয়ে
মাতাল নদীর কিনারা ওদের দেখেছিল।
এক বুক
সুখ সঙ্গী হাঁসের পালকের সুখস্পর্শ,
উন্মুখ অচেনা
শরীর চিনে, ভালবাসার দ্বীপ ছুঁয়েছিল।